শরবতে বাজিমাত, মুনির হাসানের লেখা এই বইটার নামটা ভারি অদ্ভুদ বটে।
ভাবছেন কি বিষয়ের উপর লেখা বই, শরবত বানানোর কলাকৌশল?? নাহ্, এটা মূলত ব্যবসা রিলেটেড বই। মুনির হাসান, যার হাতে সূচনা হয়েছে, "চাকরি খুজব না, চাকরি দেব" প্লাটফর্মের।
এই বইটাও উদ্দোক্তাদের আরেকটু উদ্দোক্তা হবার পথে এগিয়ে যাবার অনুপ্রেরনা দিয়েছেন… তবে একটু ভিন্নভাবে।
বইটাতে রিচার্ড, অ্যডাম এবং জন নামের তিন বন্ধুর গল্প বলা হয়েছে যারা UK তে শরবতের ব্যবসা শুরু করে ইনোসেন্ট নামে। এই তিন বন্ধুই একসাথে কেমব্রিজ থেকে পাশ করে বের হয় এবং যথারীতি চাকরিতেও ঢুকে যায়, কিন্তু কেমব্রিজে থাকা অবস্থাতেই তাদের মাথায় ব্যবসার চিন্তা ঘুরপাক খেতে থাকে এবং এক পর্যায়ে তারা চাকরি ছেড়ে ১৯৯৮ সালে ৫০০ পাউন্ড সম্ভল নিয়ে "ইনোসেন্ট" নামে একটা স্মুদির(যাকে খাস বাংলায় শরবত বলা চলে) কোম্পানি শুরু করেন যেটি কিনা আজ ইউরোপ জুরে প্রতিদিন তিনলাখ বোতল বিক্রি হয়।
তিন বন্ধুর এই ব্যবসার গল্পকে কেন্দ্র করেই লেখক তার নিজের দৃষ্টিকোন থেকে বইটি লিখেছেন। তাদের জীবনের বিভিন্ন ঘটনাকে বর্ননা করে, লেখক উপদেশ দিয়েছেন একজন হবু উদ্দোক্তার উদ্দেশ্যে।
বইটা লেখার কায়দা আমার বেশ ভাল লেগেছে.… গল্পের মধ্য দিয়ে অনেক নতুন আইডিয়া এবং উদ্দোক্তাদের সামনে কি কি বাধা আসতে পারে, তার সলিউশন সব ছোট্ট একটা বইয়ের মধ্যে কমপ্রেস করে দেওয়া হয়েছে।
বইয়ের যে পয়েন্ট গুলো আমার ভাল লেগেছে;
ব্যবসা করার আগে নিজেকে একজন ক্রেতার জায়গায় নিয়ে চিন্তা করা
আপনার চেনা হয়তো কিছু মানুষ থাকতে পারে কিন্তু, আপনার চেনা মানুষের চেনা মানুষ এবং তাদের চেনা মানুষ অনেক রয়েছ।
সব কাজ নিজে করার চেয়ে করিয়ে নিতে শেখা বেশি ভাল
সব মিলিয়ে বলতে গেলে , যারা ব্যবসা সংক্রান্ত কোনো বই পড়েননি তাদের ভিন্ন একটা অভিজ্ঞতা দেবে বইটা।
ভাবছেন কি বিষয়ের উপর লেখা বই, শরবত বানানোর কলাকৌশল?? নাহ্, এটা মূলত ব্যবসা রিলেটেড বই। মুনির হাসান, যার হাতে সূচনা হয়েছে, "চাকরি খুজব না, চাকরি দেব" প্লাটফর্মের।
এই বইটাও উদ্দোক্তাদের আরেকটু উদ্দোক্তা হবার পথে এগিয়ে যাবার অনুপ্রেরনা দিয়েছেন… তবে একটু ভিন্নভাবে।
বইটাতে রিচার্ড, অ্যডাম এবং জন নামের তিন বন্ধুর গল্প বলা হয়েছে যারা UK তে শরবতের ব্যবসা শুরু করে ইনোসেন্ট নামে। এই তিন বন্ধুই একসাথে কেমব্রিজ থেকে পাশ করে বের হয় এবং যথারীতি চাকরিতেও ঢুকে যায়, কিন্তু কেমব্রিজে থাকা অবস্থাতেই তাদের মাথায় ব্যবসার চিন্তা ঘুরপাক খেতে থাকে এবং এক পর্যায়ে তারা চাকরি ছেড়ে ১৯৯৮ সালে ৫০০ পাউন্ড সম্ভল নিয়ে "ইনোসেন্ট" নামে একটা স্মুদির(যাকে খাস বাংলায় শরবত বলা চলে) কোম্পানি শুরু করেন যেটি কিনা আজ ইউরোপ জুরে প্রতিদিন তিনলাখ বোতল বিক্রি হয়।
তিন বন্ধুর এই ব্যবসার গল্পকে কেন্দ্র করেই লেখক তার নিজের দৃষ্টিকোন থেকে বইটি লিখেছেন। তাদের জীবনের বিভিন্ন ঘটনাকে বর্ননা করে, লেখক উপদেশ দিয়েছেন একজন হবু উদ্দোক্তার উদ্দেশ্যে।
বইটা লেখার কায়দা আমার বেশ ভাল লেগেছে.… গল্পের মধ্য দিয়ে অনেক নতুন আইডিয়া এবং উদ্দোক্তাদের সামনে কি কি বাধা আসতে পারে, তার সলিউশন সব ছোট্ট একটা বইয়ের মধ্যে কমপ্রেস করে দেওয়া হয়েছে।
বইয়ের যে পয়েন্ট গুলো আমার ভাল লেগেছে;
ব্যবসা করার আগে নিজেকে একজন ক্রেতার জায়গায় নিয়ে চিন্তা করা
আপনার চেনা হয়তো কিছু মানুষ থাকতে পারে কিন্তু, আপনার চেনা মানুষের চেনা মানুষ এবং তাদের চেনা মানুষ অনেক রয়েছ।
সব কাজ নিজে করার চেয়ে করিয়ে নিতে শেখা বেশি ভাল
সব মিলিয়ে বলতে গেলে , যারা ব্যবসা সংক্রান্ত কোনো বই পড়েননি তাদের ভিন্ন একটা অভিজ্ঞতা দেবে বইটা।
Comments
Post a Comment