হাবলুদের
জন্য
প্রোগ্রামিং,
নাম
শুনেই
বুঝতে
পারছেন,
প্রোগ্রামিং
সংক্রান্ত
বই
।
এই
বইতে
প্রোগ্রামিং
বিষয়টাকে
এতটাই
সহজভাবে
বোঝানো
হয়েছে
যে,
প্রোগ্রামিং
খুব
বেশি
সহজ
বলে
আপনার
বিভ্রম
হতেও
পারে।
এই বইটার সবচেয়ে বেষ্ট পার্টটা হল, এতে একটা গল্প আছে। গল্পটা রাশেদ এবং অন্ত এর৷ রাশেদের চারিত্রিক বৈশিষ্ট্য হল ক্রমাগত কথা বলে যাওয়া, যতক্ষন পর্যন্ত তার ব্যাটারি শেষ হচ্ছে এবং অন্ত এর বৈশিষ্ট্য রাশেদের কথা শুনে যাওয়া।
রাশেদই মূলত ক্রমাগত কথা বলে অন্তকে প্রোগ্রামিং শেখায়। যেহেতু রাশেদ অন্তর সিনিয়র, তাই তুই বলে সম্মোধর করে, আর তাই পুরো বই তুই-তোকারি দিয়ে একাকার অবস্থা।
তবে তুই বলে সম্মোধনটা আমার বেশ ভার লেগেছে, এক ধরনের আপন আপন ফিল হয় বইটা পড়তে গেলে। মনেহয় কোনো কাছের মানুষের কাছ থেকে প্রোগ্রামিং শিখছি।
তাছাড়াও বইটার লেখার ভাষাও একেবারে নিজেদের, "খায়, পিন্দে না মাথায় দেয়" টাইপের।
শুধু গল্প থাকাটাই এই বইয়ের বিষেশ বৈশিষ্ট্য নয়, বইতে প্রোগ্রামিং এর বেসিক টার্মগুলো একেবারে মাঠেঘাটের ভাষায় বোঝানো হয়েছে, যা যে কেউই বুঝতে পারবে।
এই বইটার সবচেয়ে বেষ্ট পার্টটা হল, এতে একটা গল্প আছে। গল্পটা রাশেদ এবং অন্ত এর৷ রাশেদের চারিত্রিক বৈশিষ্ট্য হল ক্রমাগত কথা বলে যাওয়া, যতক্ষন পর্যন্ত তার ব্যাটারি শেষ হচ্ছে এবং অন্ত এর বৈশিষ্ট্য রাশেদের কথা শুনে যাওয়া।
রাশেদই মূলত ক্রমাগত কথা বলে অন্তকে প্রোগ্রামিং শেখায়। যেহেতু রাশেদ অন্তর সিনিয়র, তাই তুই বলে সম্মোধর করে, আর তাই পুরো বই তুই-তোকারি দিয়ে একাকার অবস্থা।
তবে তুই বলে সম্মোধনটা আমার বেশ ভার লেগেছে, এক ধরনের আপন আপন ফিল হয় বইটা পড়তে গেলে। মনেহয় কোনো কাছের মানুষের কাছ থেকে প্রোগ্রামিং শিখছি।
তাছাড়াও বইটার লেখার ভাষাও একেবারে নিজেদের, "খায়, পিন্দে না মাথায় দেয়" টাইপের।
শুধু গল্প থাকাটাই এই বইয়ের বিষেশ বৈশিষ্ট্য নয়, বইতে প্রোগ্রামিং এর বেসিক টার্মগুলো একেবারে মাঠেঘাটের ভাষায় বোঝানো হয়েছে, যা যে কেউই বুঝতে পারবে।
বইয়ে যথেষ্ঠ অনুশীলনীর ব্যবস্থা করা হয়েছে, যেটা প্রোগ্রামিং শেখাটাকে আরও একটুখানি বুস্ট করবে।
এই বইয়ের যে অংশগুলো আমার সবচেয়ে ভাল লেগেছে;
বইয়ের সুচিপত্র
বইয়ের গল্প
এবং প্রোগ্রামিং এর টার্মগুলো বোঝাতে অসাধারণ কিছু উদাহরণ
সব মিলিয়ে বলতে গেলে , বলতে হবে;এক সময় মনে করা হত, যার লেখনীর কলাকৌশল, শব্দচয়ন কিংবা ব্যাখ্যা করার কৌশল যত ভাল হবে, সে তত ভাল লেখক।
এই বইতেও সবগুলো শর্তই পূরন করা হয়েছে, তবে একটু ভিন্নভাবে…
***আর হ্যা, বইটা তাদের জন্য যারা প্রোগ্রামিংয়ের কিছুই জানেন না। এতে জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হলেও কোথাও এর উল্লেখ নেই। বিগেনারদের মধ্যে, পাইথন শিখব নাকি, সি প্লাস নাকি অন্যকিছু শিখব, এরকম কনফিউশান থাকে। লেখক ঝংকার মাহবুব বুদ্ধি করে জাভাস্ক্রিপ্ট শিখিয়ে দিয়েছেন। অনেকেই সহজ ভেবে পাইথন দিয়ে শুরু করার কথা ভাবে, But Java Script is SOLID !!!
Comments
Post a Comment